Monday, August 4, 2025

রাষ্ট্রের মূলনীতিতে আল্লাহর ওপর আস্থা-বিশ্বাস প্রতিস্থাপন চায় জামায়াত

আরও পড়ুন

রোববার (২৭ জুলাই ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ১৯ তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

রফিকুল ইসলাম খান বলেন, পঞ্চম সংশোধনীর মাধ্যমে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন এটা করতে হবে। পাশাপাশি সংস্কার কমিশনের প্রস্তাব সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখিত হবে। এখানে কয়েকটি দল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসের বিরোধিতা করেছে। তবে, আমরাসহ অধিকাংশ দলই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস মূল নীতিমালায় সংযোজন করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছে।

আরও পড়ুনঃ  উড্ডয়নের সময় পড়ে গেল চাকা, ৭১ যাত্রী নিয়ে মাঝ আকাশে বিমান

তিনি বলেন, সংসদে নারী প্রতিনিধিদের ব্যাপারে কমিশন প্রস্তাব দিয়েছে, এক তৃতীয়াংশ নারী সদস্য থাকবে কমপক্ষে। অর্থাৎ ৩০০ আসন পুরুষ, ১০০ আসন নারী, ৪০০ আসনের পার্লামেন্টের ব্যাপারে অধিকাংশ দলই ঐক্যমত পোষণ করেছে। তবে, নারী আসনের নির্বাচন প্রক্রিয়া কি হবে? এটা নিয়ে এখন আলোচনা চলছে। জামায়াতের বক্তব্য এ ব্যাপারে খুবই পরিষ্কার, আমরা ১০০ আসনের নারী প্রতিনিধি থাকতে পারে। এটা ৩০০ আসনের ভোটের আনুপাতিক হারে নারী আসন নির্ধারিত হবে। অর্থাৎ পিআর পদ্ধতিতে ১০০ আসনে নারী সংসদ সদস্যদের ব্যাপারে একমত পোষণ করেছি।

আরও পড়ুনঃ  উড্ডয়নের সময় পড়ে গেল চাকা, ৭১ যাত্রী নিয়ে মাঝ আকাশে বিমান

জামায়াতের এই নেতা বলেন, একজন ব্যক্তি জীবদ্দশায় সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবে এ প্রস্তাবে সবাই একমত হয়েছে। আমরাও এই প্রস্তাবে একমত পোষণ করেছি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ