Saturday, August 2, 2025

জাতীয় সনদে স্বাক্ষর নিয়ে যে বার্তা দিলো জামায়াত

আরও পড়ুন

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা পূর্ণাঙ্গভাবে শেষ করতে প্রয়োজনে আরও কয়েকদিন আলোচনা চলতে পারে বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আইনিভিত্তি না দিলে জাতীয় সনদে জামায়াত স্বাক্ষর করবে না বলে জানিয়েছেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

বৃহস্পতিবার (৩১ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

তিনি বলেন, আশা করবো খুব তাড়াহুড়ো না করে দুই চারদিন বেশি সময় লাগলেও আলোচনা পূর্ণাঙ্গ করা দরকার। চারটি সংস্থার নিয়োগে বিএনপিসহ ৪/৫ টি দল নোট অব ডিসেন্ট দিয়েছে। উচ্চকক্ষের পক্ষে বেশিরভাগ দল একমত। তবে পদ্ধতি নিয়ে দ্বিমত আছে। জামায়াত নিম্নকক্ষ ও উচ্চকক্ষে পিআর চায়।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগের গোপন ষড়যন্ত্রের তথ্য গোয়েন্দা জালে?

তবে সনদের আইনিভিত্তির ওপর গুরুত্বারোপ করেছেন এই জামায়াত নেতা। তিনি বলেন, আমরা এত আলোচনা করলাম, সময় দিলাম। সংস্কার হচ্ছে, কিন্তু বাস্তবায়ন না হলেতো হলো না। অতীত অভিজ্ঞতায় শপথ ভঙ্গের নজির দেখা গেছে। তাই আইনিভিত্তি না দিলে বাস্তবায়ন এখন থেকে শুরু হতে পারে। আইনগত ভিত্তি দেয়ার সুযোগ থাকলে কেন দেয়া হবে না? তাহলে ভিন্ন মতলব আছে, জনগনকে ধোঁকা দেয়া হবে।

তিনি সনদে স্বাক্ষর বিষয়ে বলেন, জাতির প্রতি আর কোনো তামাশা করার সুযোগ দেবো না। আইনগত ভিত্তি না দেয়া হলে প্রয়োজনে ক্ষতিপূরণ চেয়ে কমিশনের বিরুদ্ধে মামলা করা হবে। আইনিভিত্তি না দিলে জাতীয় সনদে স্বাক্ষর করবে না জামায়াত।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ